উপাধ্যক্ষ বাণী
উপাধ্যক্ষ মহোদয়ের বাণী বিস্তারিত
Name of the Vice-principal
Message of the Vice Principal
শিক্ষাই জাতির মেরুদন্ড। সবার জন্য শিক্ষা অর্জন করা মানুষের মৌলিক অধিকার। মানব শিশুকে পরিশুদ্ধ হতে হয়, পরিপূর্ণ হতে হয় স্বীয় সাধনায়। এক্ষেত্রে শিক্ষাই হলো আমাদের মূলমন্ত্র। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শিক্ষার মৌলিক উদ্দেশ্য হলো আচরণে কাক্সিক্ষত পরিবর্তন। আর এ লক্ষ্যে শিক্ষার্থীদেরকে সৃজনশীল, স্বাধীন, সক্রিয় এবং দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে আব্দুর রাজ্জাক স্কুল অ্যান্ড কলেজ।
এজন্য প্রয়োজন যোগ্য শিক্ষকমন্ডলী এবং উপযুক্ত শিক্ষাদান পদ্ধতির সমন্বয়ে একটি শিক্ষাবান্ধব পরিবেশ। আমি বিনয়ের সাথে দাবি করি,আব্দুর রাজ্জাক স্কুল অ্যান্ড কলেজ এসব কিছুর সমন্বয়ে পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীদের মজ্জাগত প্রতিভা সহজে বিকাশের জন্য অত্র প্রতিষ্ঠানে রয়েছে সাধারণ শিক্ষার পাশাপাশি কম্পিউটার শিক্ষা, সাংস্কৃতিক কর্মকাড ও আনুষ্ঠানিক খেলাধুলাসহ নানাবিধ শিক্ষা। বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির প্রতিযোগিতায় নিজের স্থানটি অক্ষুণ্ম রেখে উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে হলে গুণগত মানসম্পন্ন শিক্ষার কোন বিকল্প নেই। আজকের শিশু আগামী দিনের দেশ ও জাতির কর্ণধার। ভবিষ্যতে তারাই দেশ ও জাতির প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই শিশু কিশোরদের শিক্ষিত সুনাগরিক ও অনুপম চরিত্র গঠনের উপযোগী শিক্ষা ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন। এ লক্ষ্যকে সামনে রেখেই প্রচলিত শিক্ষার সাথে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ সমৃদ্ধ আধুনিক জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয়ে ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে আব্দুর রাজ্জাক স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠালগ্ন থেকে নিজস্ব বৈশিষ্ট্য ও স্বতন্ত্রতাই শিক্ষার্থীদের বহুমুখী সুপ্ত প্রতিভাকে বিকশিত করার নিরলস প্রচেষ্টার মাধ্যমে প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে। আগামীতেও আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। শিক্ষার্থীদেরকে বিজ্ঞান মনস্ক ও যুগোপযোগী করে গড়ে তোলার প্রয়াসে প্রতিষ্ঠানটি প্রযুক্তিনির্ভর পাঠ্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠাকাল থেকেই প্রতিষ্ঠাতার পরিচালনায়, শিক্ষক-শিক্ষিকাগণের আন্তরিক প্রচেষ্টায়, অভিভাবকবৃন্দের প্রত্যক্ষ-পরোক্ষ সহযোগিতায় এবং ছাত্র-ছাত্রীদের কঠোর অধ্যবসায়ের ফলে প্রতিষ্ঠানটি একটি অন্যতম বিদ্যাপিঠ হিসেবে সমধিক পরিচিতি লাভ করেছে। একক প্রতিষ্ঠাতা পরিচালকের প্রত্যক্ষ তত্ত¡াবধানে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদেরকে সুশিক্ষিত ও সৎ এবং কর্মক্ষেত্রে নিবেদিতপ্রাণ আত্মপ্রত্যয়ী মানুষ হিসেবে তৈরি করার জন্য অঙ্গীকারাবদ্ধ। আমাদের সততা, আন্তরিক প্রচেষ্টা, সুনিপুণ পাঠদান পদ্ধতি ও শ্রম-সাধনা সর্বোপরি আমাদেরকে পৌঁছে দিবে সাফল্যের দ্বারপ্রান্তে। আব্দুর রাজ্জাক স্কুল অ্যান্ড কলেজ চেষ্টা করছে উদার ও বিজ্ঞানভিত্তিক, ব্যক্তিত্ব বিকাশের সহায়ক সুশৃঙ্খল ফলপ্রসু এবং বাস্তবমুখী শিক্ষা আয়োজনের। আশা করছি অচিরেই এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জীবনের প্রতিটি ক্ষেত্রে তাদের প্রতিভা বিকাশে উজ্জ্বল স্বাক্ষর রাখার পাশাপাশি নিজেদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে। শিক্ষার্থীকে সম্পূর্ণ ও যোগ্যতা সম্পন্ন মানুষরূপে গড়ে তোলার প্রত্যয় আমাদের নিরন্তন অভিযাত্রা সোনালী স্বপ্নময় আগামীর পথে।